সুজান ম্যাইসিলাস ও নিকারাগুয়া
ম্যাগনামের প্রখ্যাত আলোকচিত্রী সুজান ম্যাসাইলাস, যার নিকারাগুয়া বিপ্লবের কাজ ইতিহাসের এক অনবদ্য দলিল। কেবল সংবাদ দাতা নন, তিনি মানুষের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলেন, যা তার ‘রিফ্রেমিং হিস্ট্রি’ প্রকল্পে দৃশ্যমান। ছবি মেলা দশম আয়োজনে প্রদর্শিত তার কাজ নিয়ে এই লেখা, যা একজন আলোকচিত্রীর দায়বদ্ধতা ও যৌথতার গল্প বলে।
